কিন্তু, আইপিএল ইতিহাসে নিজের নামটা খোঁদাই করে রাখতে বেছে নিলেন নিজের সাবেক দল লখনৌকেই। সঞ্জীব গোয়েঙ্কা হয়ত গ্যালারি থেকে দেখে খানিক আক্ষেপেও পুড়ছিলেন। চোখের সামনেই যে চেয়ে চেয়ে দেখলেন তার দলের সাবেক অধিনায়ক আইপিএলের ইতিহাসটাই লিখছেন নতুন করে।
ঘরের মাঠে এইডেন মার্করাম এবং মিচেল মার্শে ভর করে ২০ ওভারে ১৫৯ পর্যন্ত গিয়েছিল লখনৌ।
জবাবে অভিষেক পোড়েলের ৫১ রানের সঙ্গে কেএল রাহুলের ৫৭ রান দিল্লিকে এনে দেয় ৮ উইকেটের বড় জয়। আর ৫৭ রানের ইনিংস খেলার পথে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের মালিক হয়েছেন রাহুল।
প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল ইসলাম জুয়েল, সম্পাদক ও প্রকাশক : সেলিনা আক্তার লুভনা
নির্বাহী সম্পাদক: সাজ্জাদুর রহমান ফরহাদ, মোবাইল : ০১৭৬১-৭৩৫৫২৬, ইমেইল : Kalerprotasha@gmail.com