নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাব-রেজিস্টার ইউনুস সোহেলের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (০৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাব-রেজিস্টার দলিল লেখকদের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দলিল লেখক মো. তারেক হোসেন, আব্দুল আলীম, রিয়াজ উদ্দিন ও শামীম হোসেন।
এসময় বক্তারা বলেন, রায়পুর সাব-রেজিস্টার ইউনুস সোহেল দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানী করে আসছে। প্রতি দলিল দাখিলে লাখে এক হাজার করে চাঁদা দাবি ও চুক্তিভিত্তিক খাজনা-দাখিলা করা সহ নানা অভিযোগ তুলে ধরা হয় সাব রেজিস্টারের বিরুদ্ধে। অফিস সহকারি আসমা বেগম ও অফিসের নৈশী প্রহরী সোহেলের যোগসাজশে তিনি এসব করে থাকেন বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়াও দলিল লেখকদের সাথে প্রতিনিয়ত তিনি অসদাচরণ করে থাকেন। এসময় অভিযুক্ত সাব-রেজিস্ট্রার ইউনুস সোহেল, অফিস সহকারী আসমা বেগম ও ঝাড়ুদার সোহেলের দ্রুত অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা।
প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল ইসলাম জুয়েল, সম্পাদক ও প্রকাশক : সেলিনা আক্তার লুভনা
নির্বাহী সম্পাদক: সাজ্জাদুর রহমান ফরহাদ, মোবাইল : ০১৭৬১-৭৩৫৫২৬, ইমেইল : Kalerprotasha@gmail.com