স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চর রমনী ইউনিয়নের শ্রমিক দলের সংগঠক বোরহান বেপারীকে সভাপতি করার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আজ বিকালে মজুচৌধুরীর হাটে অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক দলেন নেতৃত্বে ফেরী ঘাট থেকে একটি র্যালী বাহির হয়ে মজুচৌধুরীর হাট বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জোনাকি কাউন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় চর রমনী ইউনিয়নের শ্রমিকরা বোরহান বেপারীকে সভাপতি নির্বাচিত করার জন্য জোর দাবী জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে বোরহান বেপারী বলেন, চর রমনী ইউনিয়নে দীর্ঘ বছর থেকে এছাড়া গত ১ বছর থেকে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলকে সুসংগঠিত করেছি। কিন্তু কিছু কুচক্রি মহলের ইন্দ্রনে আমাকে সভাপতির পদ থেকে বঞ্চিত করা অপচেষ্টা করছে। তারই প্রেক্ষিতে চর রমনী মোহন ইউনিয়নের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার করেছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক নুরুল আমিন বাবুল, তাতী দলের সদস্য মো দুলাল, শ্রমিক আজাদসহ অনেকে।
প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সম্পাদক: সাইফুল ইসলাম জুয়েল, সম্পাদক ও প্রকাশক : সেলিনা আক্তার লুভনা
নির্বাহী সম্পাদক: সাজ্জাদুর রহমান ফরহাদ, মোবাইল : ০১৭৬১-৭৩৫৫২৬, ইমেইল : Kalerprotasha@gmail.com