করোনাকালীন সাহসী ভূমিকা রাখায় সম্মাননা পেলেন আরটিভির পলাশ সাহা

image-215614-1678643329

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময়ে সাহসী ভূমিকা রাখায় লক্ষ্মীপুরে আরটিভির রিপোর্টার পলাশ সাহাকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে আমরা ক’জন মুজিব সেনার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলাশ সাহা দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কর্মরত আছেন। করোনা কালীন সময়ে মানুষ যখন ঘরে বন্দি তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারনের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন। এ সময় করোনা কালীন সময়ে সাহসী ভূমিকার জন্য আরটিভির রিপোর্টার পলাশ সাহাসহ অন্যান্য সাংবাদিক, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সংগঠনের সদস্য ও বিশিষ্ট কবি মোস্তফা আল মামুনের অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা এ এফ জসীম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, কে এম ইকবাল রণি, সিকদার আরাফাত হোসেন সবুজ, আবদুর রব বাবু প্রমুখ। পরে করোনাকালীন সাহসী ভূমিকা রাখায় সাংবাদিক, চিকিৎসক, সেচ্ছাসেবী, বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে সংগঠনের আয়োজনে শেখ রাসেল এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, পলাশ সাহা ১৯৯৭ সালের ৮ জুলাই লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তার পড়াশোনা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি স্থানীয় দৈনিক ভিশন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তার সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকম, রাইজিংবিডি ডটকম ও ঢাকাটাইমস২৪ ডটকমে লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন সময় আরটিভিতে প্রচারিত বস্তুনিষ্ঠ ও আলোচিত প্রতিবেদনের জন্য তিনি পুরষ্কৃত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তৃক মোবাইল সাংবাদিকতা (মোজো), শিশু ও নারী উন্নয়ন ও সাংববাদিকতায় বুনিয়াদি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *