লক্ষ্মীপুরে চেয়ারম্যান-কাউন্সিলরসহ আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

IMG20250420142253-20250420151634

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রোববার (২০ এপ্রিল) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের গত বছরের ৪ আগস্ট শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি, ৪ শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক, হত্যাচেষ্টা ও পুলিশের দায়েরকৃত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক সাগর, রায়পুরের ইউপি সদস্য মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ মেম্বার, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমসহ ১৬ জন। এর মধ্যে সাবেক কাউন্সিলর খোকন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *