কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

olmo-garcia-20250423090122

স্পোর্টস ডেস্ক: রবার্ট লেভাডফস্কি, রাফিনিয়ার মতো অনেকেই নেই। সামনে বেশ কদিনের জন্য জটিল সূচি। সে কারণেই প্রথম একাদশে রাখা হয়নি বেশ কিছু পরিচিত মুখকে। আগের ম্যাচ থেকে এদিনের খেলায় ছিল ৭ বদল। কিন্তু বার্সেলোনার খেলায় তার ছাপ পড়লো না মোটেই। বরং লা লিগায় প্রতিপক্ষের ওপর আক্রমণের নতুন রেকর্ড গড়লো গতরাতের ম্যাচে। মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েছে দলটা।

তবে হ্যান্সি ফ্লিকের দলের দূর্ভাগ্যই বলতে হবে। ৪০ শট নিলেও গোল পেয়েছে মোটে ১টি। সেটাই অবশ্য তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল টেবিলের ৭ম স্থানে থাকা দলের বিপক্ষে। এই জয়ের পর মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১ ম্যাচ কম খেলেছে।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *