গণমাধ্যম সাপ্তাহে লক্ষ্মীপুরে মফস্বল সাংবাদিক ফোরামের লিফলেট বিতরণ

Lakshmipur BMSF News Pic

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম সাপ্তাহে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা দাবী সম্বলিত ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করেছে জেলা মফস্বল সাংবাদিক ফোরাম।
বৃহস্পতিবার (১ মে) সকালে সাপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, প্রচার সম্পাদক নাজিম উদ্দির রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যমুনা টিভির আনিস কবির, ঢাকা পোস্টের হাসান মাহমুদ শাকিল, বাংলাটিভির জামাল উদ্দির রাফি, আরটিভির পলাশ সাহা, এশিয়ান টিভির ডালিম কুমার দাস, বাংলানিউজের নিজাম উদ্দিন, দৈনিক রুপালি বাংলাদেশের জামাল উদ্দিন বাবলুসহ জেলা কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা সাংবাদিকদের পেশার দাবি অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি তুলে ধরেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করতে হবে। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়ােগ নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযােগী আইন প্রণয়ন করতে হবে। ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সমূহের পাঠ্যবইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়ােগ করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *