লক্ষ্মীপুরে পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Lakshmipur Manobbondhon Pic

নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বকেয়া বেতন বোনাস ও বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা মানববন্ধন করেছে। একই দাবিতে তারা জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান স্মারকলিপি গ্রহণ করেন।

শনিবার (১৭ মে) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষকরা মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ৮ম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মো. হোসাইন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক ও জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহিম আসাদ প্রমুখ।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহিম আসাদ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলার ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল আযহা’র পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *