লক্ষ্মীপুরে ৪ দফা দাবিতে ফার্মাসিস্টদের মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি : ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত, লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ এবং ওষুধের দাম সরকারিভাবে পুনঃনির্ধারণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন ফার্মাসিস্টরা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪ দফা দাবির মধ্যে রয়েছে- বিভিন্ন ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ বিক্রি কমিশন বৃদ্ধি করা, ওষুধ ব্যবসায়ীদের দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং তা প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।
মানববন্ধনে সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার দেবনাথ বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো ঔষধ ব্যবসায়ীদেরকে যে ১২-১৩ পারশেন কমিশন দেওয়া হয় তার মধ্যে তারা ক্রেতাকে ১০ শতাংশ ছেড়ে দেওয়ার পর তাদের হাতে ২-৩ শতাংশ কমিশন থাকে। তা দিয়ে তারা দোকান ভাড়া কর্মচারী বেতনসহ বিভিন্ন খরচ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয় অতি কষ্টে। তারা তাদের সন্তানদের নিত্যদিনের ভরণ পোষণ ও লেখাপড়া করাতে গিয়ে হিমশিম খেতে হয় বলে জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সমিতির জেলা সেক্রেটারি নজরুল ইসলাম, কার্যকরি সদস্য রেজাউল করিম রিপন অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।