রামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা

06b6c7e3-90e1-4afd-a879-ee60cac7ad1b

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ জুন) দুপুরে উপজেলার শ্রী শ্রী বলদেব মন্দির প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এড. প্রহলাদ সাহা রবি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সরোজ কান্তি পাল, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক পলাশ সাহা। এছাড়াও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দেশে সংখ্যালঘুদের অধিকার আদায় ও অধিকার সংরক্ষনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এসব সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *