লক্ষ্মীপুর ও রামগঞ্জে জতুন পেইন্টস-এর প্রিমিয়াম শোরুম উদ্বোধন

Lakshmipur Jotun Showroom Opening Pic-01

নিজস্ব প্রতিনিধি:  
বিশ্বখ্যাত রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জতুন পেইন্টস লক্ষ্মীপুর ও রামগঞ্জে চালু করেছে তাদের প্রিমিয়াম পেইন্ট ইনস্পিরেশন শোরুম। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মেসার্স মমতা হার্ডওয়্যার স্টোরে এবং একই দিন রামগঞ্জ উপজেলায় আরও একটি শোরুম উদ্বোধন করা হয়।
‘আনলক দ্যা ফিউচার’ এমন স্লোগানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জতুনের ব্যবস্থাপনা পরিচালক সানি, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তারিকুল ইসলাম, সেলস ম্যানেজার সিকদার শাহিনুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জতুনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জতুন কর্তৃপক্ষ জানিয়েছে, এ শোরুমে নতুন প্রযুক্তি ও ডিজিটাল কালার সিলেকশন ব্যবস্থা চালু করা হয়েছে, যা গ্রাহকদের জন্য রঙ বাছাইকে করবে আরও সহজ, নির্ভুল ও অনুপ্রেরণামূলক। জেলার গ্রাহকদের মাঝে পেইন্ট সংক্রান্ত সেবা সহজ করতে এবং আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জতুন কর্তৃপক্ষ।
শোরুমে Experience Colour Selection Like Never Before—এই প্রতিশ্রুতি নিয়ে থাকছে আধুনিক রঙ পরামর্শ, ডিজিটাল ডিসপ্লে এবং প্রশিক্ষিত স্টাফদের সহায়তা।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *