শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি : এ্যানি

IMG_20250817_202447

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে শিশুরাও রক্ষা পায়নি, হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকেও হত্যা করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই বাংলাদেশি। আর পশ্চিমবঙ্গে যারা আমাদের মতো বাংলায় কথা বলেন, তারাও বাঙালি।
এর আগে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ার সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তরা, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতীতি প্রমা।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *