গতানুগতিক আলেম নয় বিশেষ ব্যক্তি হতে হবে : মাহফুজুল হক

1704bd39-6620-47cc-b7b9-b1adea05fa32

লক্ষ্মীপুর প্রতিনিধি : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক বলেছেন, যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন মনে করতে হবে এর অনেক বড় দায় আছে। সমাজ সংস্করণের অন্যতম স্বপ্নবাজ একদল সুন্নতী কাফেলা। গতানুগতিক আলেম নয়, তোমাদের বিশেষ ব্যক্তি হতে হবে। উদাসীনতা ছাড়তে হবে। দৈনন্দিন কাজ দৈনিক সম্পাদন করতে হবে। কর্মঠও উদ্যমী হতে হবে। আর আমাদের জীবনাদর্শ নবীর আদর্শে হতে হবে।

রোববার সকালে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (স্টার মার্ক) প্রাপ্ত এবং মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজকরা জানায়, লক্ষ্মীপুরের মেধাবী তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম আলোর দিশারী ফাউন্ডেশন এ আয়োজন করে। এতে জেলার ৩৯ টি মাদরাসার প্রায় দুইশত পঞ্চাশ কৃতি শিক্ষার্থীর হাতে মূল্যবান বই, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুর আল মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে মুফতি মুহাম্মদ আরাফাতের সভাপতিত্বে ও আলোর দিশারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ নূরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক, দার্শনিক কবি মাওলানা মুসা আল হাফিজ, নয়া দিগন্তের সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, আলোর দিশারী সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবু তাহের, শাইখুল হাদিস মাওলানা আবু নাসের আব্দুল্লাহ,হেফাজত ইসলাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিরাজি ও আলোর দিশারীর যুগ্মসাধারণ সম্পাদক বি এম আমীর জিহাদী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *