তিন ম্যাচেই ‘সবার ওপরে’ রিশাদ

rishad-shaheen-20250416081916-20250423082531

স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনাররা নাকি রান দিয়ে উইকেট কিনে নেন। মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদ কি সেটাই করলেন? রান খরচ করেছেন ৪৫। উইকেট পেয়েছেন ২টি। অবশ্য কেবল রিশাদ একাই নন, মুলতানের বিপক্ষে গতকাল লাহোর কালান্দার্সের প্রত্যেক বোলারকেই উইকেটের জন্য অনেকটা মূল্য দিতে হয়েছে।

লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন ৭ বোলার। একমাত্র আব্বাস আফ্রিদি ছাড়া বাকি সবারই রানরেট ছিল ৭ এর ওপরে। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ। সেই ওভারে বিলিয়েছেন ১০ রান। ১২তম ওভারে আবার বোলিংয়ে এসে খরচা করেছেন ১২ রান।

নিজের শেষ দুই ওভারে ২ উইকেট নেন রিশাদ। এই দুই ওভারে আরও ২৩ রান দিলেও তুলে নেন উসমান খান আর অ্যাস্টন টার্নারের উইকেট। মুলতানের রান অবশ্য আটকাতে পারেননি রিশাদ। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তুলেছে ২২৮ রান। আর সেটাকে টপকানোও সম্ভব হয়নি রিশাদের লাহোরের। ৩৩ রানে হেরেছে কালান্দার্স।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *