এপ্রিল ৪, ২০২৫

লক্ষ্মীপুরে প্রতিমা ভাঙচুরে জড়িত যুবককে পুলিশে দিলেন বাবা

Lakshmipur Arrest News Pic

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত যুবক জাকির হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা মনির আহমেদ।
শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগান থেকে তাকে আটক করা হয়।
জাকির উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির আহমেদের ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জাকিরকে শনাক্ত করে পুলিশ।
জাকিরের বাবা মনির আহমেদ জানান, মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনা শোনার পরে আমি নিজেই তাকে পুলিশের কাছে তুলে দিয়েছি। এসময় তিনি তার ছেলেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার (১৫ মার্চ) সকালে মন্দির প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এসময় বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাখল লাল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সময়গুলোতে আমরা দেখেছি প্রতিমা ভাঙ্গার পর অভিযুক্ত আসামীকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেয়া হয়, আমরা বারবার একই ঘটনার পুনরাবৃত্তি চাইনা। এসময় তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য আইশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে যেন এ ধরনের অপকর্ম কেউ করার সাহস না পায় সেজন্য দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলার রায়পুর উপজেলার মহামায়া মন্দিরে সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পুরোহিত চলে যান। এরপর রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরের ভেতর ভাঙচোরা প্রতিমা দেখতে পান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান।

নিউজটি শেয়ার করুন:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *