এপ্রিল ৪, ২০২৫

লক্ষ্মীপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা

20250325_120618

নিজস্ব সংবাদদাতা :

লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালোরাত্রি নয়, এটি বাঙ্গালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি সুন্দর বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

নিউজটি শেয়ার করুন:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *