এপ্রিল ৪, ২০২৫

কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন পরীমণি?

dhakapost-porimuni-20250316102748

বিনোদন ডেস্ক : তারকারা মাঝে-মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে থাকেন। যা নিয়ে নিটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন ও বিভিন্ন বিষয়ে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন।

এদিকে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। সম্প্রতি তিনি এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

পরীর পোস্ট করে লিখেছেন, ‘আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখো, সে যেন তোমার দুঃখের কারণ না হয়। সোনা।’ অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তারা বলছেন, পরী তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে নিয়ে পোস্ট দিয়েছেন।

নেটিজেনরা মনে করছেন, ‘সোনা’ বলে পরী মূলত রাজকে উল্লেখ করেছেন। পরীর পোস্ট শেয়ার দিয়ে একজন নেটিজেন লিখেছেন, ‘পরীর রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছে।’

আবার অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফারহান নামে আরেক নেটিজেনের কথায়, ‘কষ্ট পেয়ে এভাবে কেউ রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।’

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে।

নিউজটি শেয়ার করুন:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *