লক্ষ্মীপুরে পথশিশু ও শ্রমজীবিদের নিয়ে ইফতার ও দোয়া

নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংঘের উদ্যোগে ছিন্নমূল পথশিশু ও শ্রমজীবি মানুষদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার করইতলা দক্ষিণ বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ হাওলাদার, সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন, উপদেষ্টা সেকান্তর আলম, হারুনুর রশিদ, করিম মেম্বার ও জয়নাল বড় মিয়া।
এসময় বক্তারা বলেন, জনকল্যাণ সংঘ সবসময় দরিদ্র ও ছিন্নমূলদের সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও এই সংগঠন অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনহিতকর কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।