এপ্রিল ৪, ২০২৫

লক্ষ্মীপুরে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

Lakshmipur Manabbandhan News Pic

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।

রবিবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার মাওলানা হোসাইন আহমেদ, মো. সাইদ, রহমত উল্যাহ, তানজিলুর রহমান, জমির উদ্দিন আশরাফ, শিক্ষক আবদুর রহিম আসাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলা ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে।  শিক্ষক শিক্ষিকা সাধারন কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোন আন্দোলনে নামতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *