ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের মৌন প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রদক্ষিণ করে। মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে ছিল তাদের।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সহসভাপতি আব্দুল্লা আল খালেদ, সাইফুল আলম পারভেজ, প্রচার সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন আকবর, সদর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক আর এন রাজু সহ অন্যান্য নেতাকর্মীরা।