এপ্রিল ১১, ২০২৫

৫ সহযোগীসহ আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার

arrest-34-20250318171133

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১শ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় দুপরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

মামলায় উল্লিখিত আসামিরা হলেন মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, র‌্যাব-১১ বাহিনীর একটি দল তাদের গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *