Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the blockspare domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/ajuzehhj/public_html/wp-includes/functions.php on line 6121 Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the covernews domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/ajuzehhj/public_html/wp-includes/functions.php on line 6121 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ajuzehhj/public_html/wp-includes/functions.php:6121) in /home/ajuzehhj/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 89 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ajuzehhj/public_html/wp-includes/functions.php:6121) in /home/ajuzehhj/public_html/wp-includes/feed-rss2.php on line 8 লক্ষ্মীপুর - Kalerprottasha.com https://kalerprottasha.com Latest News Sun, 13 Apr 2025 12:59:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8 https://kalerprottasha.com/wp-content/uploads/2025/03/cropped-cropped-logooooo-32x32.png লক্ষ্মীপুর - Kalerprottasha.com https://kalerprottasha.com 32 32 লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু https://kalerprottasha.com/?p=742 https://kalerprottasha.com/?p=742#respond Sun, 13 Apr 2025 12:59:27 +0000 https://kalerprottasha.com/?p=742 নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে করাতকলে মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার হোসেন (২৪)...

The post লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে করাতকলে মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কাউছার শাকচর গ্রামের হাজী আলী হোসেনের বাড়ির ওমর ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরবাজার এলাকায় কাউছারদের করাতকল রয়েছে। সেখানে সকালে পানি উঠানোর জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার ঘটনাস্থলে মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=742 0
আধিপত্য নয়, চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগ https://kalerprottasha.com/?p=737 https://kalerprottasha.com/?p=737#respond Sat, 12 Apr 2025 13:18:52 +0000 https://kalerprottasha.com/?p=737 নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৪০)...

The post আধিপত্য নয়, চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগ first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী প্রবাসী সাইজ উদ্দিন দেওয়ানকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় বিএনপি নেতাসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আধিপত্য বিস্তার নয়, ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা সাইজ উদ্দিনকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি পরিবারের। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা।

এদিকে সাইজ উদ্দিন দেওয়ানের মৃত্যুতে তার দুই ছেলেকে নিয়ে স্ত্রী নার্গিস আক্তার অসহায় হয়ে পড়েছে। চোখে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন। ছুটি শেষে শনিবার (১২ এপ্রিল) সাইজ উদ্দিন স্পেন যাওয়ার কথা ছিল।

স্পেন থেকে ভিসা পেলে স্ত্রী-সন্তানকেও এ বছর সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ৭ এপ্রিল তাকে হত্যা করা হয়। স্বজনদের দাবি প্রথমে সাইজ উদ্দিনকে গুলি করা হয়েছে। পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয়। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তাকে ঘণ্টাব্যাপী আটকে রাখা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

প্রতিবেদকের কাছে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাইজ উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার, বড় ভাই হানিফ দেওয়ান, বড় ছেলে নিখন হোসেন ও ছোট ছেলে নাসিম হোসেনসহ স্বজনরা।

কান্নাজড়িত কণ্ঠে সাইজ উদ্দিনের স্ত্রী নার্গিস আক্তার বলেন, আমিতো এতো তাড়াতাড়ি স্বামী হারানোর কথা ছিল না। আমার ছেলেরা এতিম হয়ে গেল, তাদের দায়িত্ব নেবে কে। আমরাতো একটি সুন্দর ভবিষ্যৎ দেখছিলাম। স্পেন গিয়ে আমাদের নতুন করে জীবনযাপন শুরু করার কথা ছিল। ফারুক কবিরাজ-মেহেদী কবিরাজরা আমার স্বামীকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাই।

সাইজ উদ্দিনের বড় ভাই হানিফ দেওয়ান ও চাচাতো ভাই মেজন আলী দেওয়ান বলেন, ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজি রমজানে একদিন এসে সাইজ উদ্দিনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছে। ওই টাকা না দেওয়ায় সাইজ উদ্দিনের ওপর তারা ক্ষিপ্ত ছিল। শ্বশুর বাড়ি থেকে আসার পথে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে ব্যাটারি চালিত অটোরিকশা করে হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয়। হাত-পা ধরলেও তারা ছাড়েনি। পরে থানা থেকে পুলিশ এলে তারা ছেড়ে দেয়। এরপরও ভাইকে বাঁচাতে পারিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ৯ এপ্রিল রাতে নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনসিহ সকল অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।

গত ৭ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বেড়ি ও বাবুরহাট এলাকায় কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। এর জের ধরেই ৮ এপ্রিল ফের হামলা চালিয়ে শামীম গাজীর অনুসারীরা ফারুক কবিরাজের লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হামলা-ভাঙচুর, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা এখনো বিরাজ করছে।

The post আধিপত্য নয়, চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগ first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=737 0
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের মৌন প্রতিবাদ https://kalerprottasha.com/?p=722 https://kalerprottasha.com/?p=722#respond Tue, 08 Apr 2025 12:55:22 +0000 https://kalerprottasha.com/?p=722 নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো...

The post ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের মৌন প্রতিবাদ first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের সামনে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রদক্ষিণ করে। মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে ছিল তাদের।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সহসভাপতি আব্দুল্লা আল খালেদ, সাইফুল আলম পারভেজ, প্রচার সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন আকবর, সদর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, যুগ্ম আহ্বায়ক আর এন রাজু সহ অন্যান্য নেতাকর্মীরা।

The post ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের মৌন প্রতিবাদ first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=722 0
‘ভুয়া এক্সরে প্রতিবেদনে’ মামলা, পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষকসহ আসামিরা https://kalerprottasha.com/?p=711 https://kalerprottasha.com/?p=711#respond Sun, 06 Apr 2025 12:39:13 +0000 https://kalerprottasha.com/?p=711 নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে হাত ভাঙার ভুয়া এক্স-রে প্রতিবেদন দেখিয়ে একটি হত্যাচেষ্টা মামলা করার অভিযোগ...

The post ‘ভুয়া এক্সরে প্রতিবেদনে’ মামলা, পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষকসহ আসামিরা first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে হাত ভাঙার ভুয়া এক্স-রে প্রতিবেদন দেখিয়ে একটি হত্যাচেষ্টা মামলা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে অন্য একজনের এক্সরে প্রতিবেদন নকল করে মামলার বাদী রুবিনা ইয়াছমিন ঘটনাটি ঘটিয়েছে।
এদিকে ভুয়া হাত ভাঙার প্রতিবেদনে দায়েরকৃত মামলায় পালিয়ে বেড়াচ্ছেন দালাল বাজার ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক কলেজ শিক্ষক খোকন আলমসহ অভিযুক্ত অন্যরা। ঈদ আনন্দ বিলীন হয়ে গেছে শিক্ষক পরিবারের। ঈদের দিন ঘরে চুলাও জ¦লেনি বলে দাবি খোকনের স্ত্রী স্কুল শিক্ষিকা দিল আফরোজা। রোববার (৬ এপ্রিল) সকালে দিল আফরোজা ঘটনাটি সাংবাদিকদের জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী রুবিনা একই এলাকার ফরিদ হোসেনের স্ত্রী।
ভুক্তভোগী খোকন একই এলাকার মৃত আবুল কালামের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের প্রভাষক।
দিল আফরোজা বলেন, রুবিনা ইয়াছমিনদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান। বিরোধীয় জমিতে ১৪৪ ধারা মামলা রয়েছে। ২৫ মার্চ ঘরে ঢুকে লোহার রড দিয়ে পিটিয়ে রুবিনাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তিনি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। এতে ফেয়ার ডাগনস্টিক সেন্টারের একটি এক্সরে প্রতিবেদন দেখিয়ে সদর হাসপাতাল থেকে পুলিশ কেইসের টোকেন নেওয়া হয়। ওই প্রতিবেদনটি ভুয়া ছিল। লিপি আক্তার নামে এক রোগীর প্রতিবেদনের নাম-ঠিকানা পরিবর্তন করে রুবিনা মামলার জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করেছে। মূলত রুবিনার হাত ভাঙেনি। আমার স্বামীকে ফাঁসাতে ঘটনাটি ঘটিয়েছে।
ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. রেজাউল করিম ও কম্পিউটার অপারেটর নন্দ দুলাল সরকার স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে রুবিনার এক্স-রে প্রতিবেদনটি ভুল বলে সত্যতা দেওয়া হয়। নন্দ দুলাল সরকার বলেন, রুবিনার সাথের লোক আমাকে ভুল বুঝিয়ে অন্য একজনের এক্সরে প্রতিবেদন নিয়ে গেছে। মূলত তিনি কোন এক্স-রে করেননি।
রুবিনা ইয়াসমিন বলেন, আমার হাত ভেঙেছে। আমি মামলা করেছি। এক্স-রে প্রতিবেদন সঠিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, মামলার ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

The post ‘ভুয়া এক্সরে প্রতিবেদনে’ মামলা, পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষকসহ আসামিরা first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=711 0
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন: খায়ের ভূঁইয়া https://kalerprottasha.com/?p=689 https://kalerprottasha.com/?p=689#respond Tue, 01 Apr 2025 05:03:49 +0000 https://kalerprottasha.com/?p=689 বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এ সরকার সংস্কার কাজ দীর্ঘমেয়াদি না করে দ্রুত...

The post গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন: খায়ের ভূঁইয়া first appeared on Kalerprottasha.com.

]]>
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এ সরকার সংস্কার কাজ দীর্ঘমেয়াদি না করে দ্রুত সময়ে শেষ করবে। এরপর নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে যারা রক্ত দিয়েছে স্বৈরশাসকের পতনের জন্য। স্বৈরশাসক পতন হয়েছে। তবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সেই লক্ষ্যে জনগণ অধীর আগ্রহে আছে।

সোমবার (৩১ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা রহমানিয়া ফাজিল মাদরাসায় ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদেরকে এসব কথা বলেন তিনি।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ইহুদিসহ বিধর্মীদের সব ষড়যন্ত্র মুসলমানদের ঐক্যের মধ্য দিয়ে মোকাবিলা করা সম্ভব হবে। আর যদি মুসলমান রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ না থাকে তাহলে বর্তমানের চেয়ে প্রেক্ষাপট আরও খারাপ হবে। বিগত দিনে বাংলাদেশে মুসলমানের নীতিমালা ও গণতন্ত্রের ধার ধরেনি। জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ সমমনা ৬২টি দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। যারা শহীদ হয়েছে, তাদের প্রতি সম্মান রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। এ সরকার অবিলম্বে সব চক্রান্ত-ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচনের রোডম্যাপের দিকে যাবে। পতিত স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন আইটেম নিয়ে দেশের পরিস্থিতিকে ঘোলাটে কর‍তে চাচ্ছে। তারা চাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা যেন ফিরে না আসে। পতিত সরকার যেন কোনো অবস্থাতেই ফিরে আসতে না পারে। সুযোগও যেন কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় না ফেলতে পারে। এজন্য দেশের সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করা। তাহলে দেশে স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা, উন্নতিসহ সবকিছু সম্ভবপর হবে।

এ সময় সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

The post গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন প্রয়োজন: খায়ের ভূঁইয়া first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=689 0
শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে https://kalerprottasha.com/?p=663 https://kalerprottasha.com/?p=663#respond Sun, 30 Mar 2025 06:04:45 +0000 https://kalerprottasha.com/?p=663 ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এমন একটি বাংলাদেশ চাই,...

The post শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে first appeared on Kalerprottasha.com.

]]>
ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে। তা না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে। তাকে সুযোগ দেওয়া যাবে না। যদি তাকে কেউ সুযোগ দিতে চান, তাহলে আবারও দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। অস্বাভাবিক হয়ে পড়বে দেশের রাজনীতি।

শনিবার (২৯ মার্চ) দুপরে লক্ষ্মীপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ পরিবার ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। বিচার পেতে হলে প্রকৃত ঘটনায় মামলা করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরাপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। গত ৬-৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি শত্রুতামূলকভাবে কিছু আসামি করা হয়েছে। এ কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। এতে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে যায়। এ সযোগ আপনারা দেবেন না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

The post শেখ হাসিনাকে সুযোগ দিলে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=663 0
লক্ষ্মীপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা https://kalerprottasha.com/?p=646 https://kalerprottasha.com/?p=646#respond Tue, 25 Mar 2025 12:08:51 +0000 https://kalerprottasha.com/?p=646 নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা...

The post লক্ষ্মীপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা :

লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালোরাত্রি নয়, এটি বাঙ্গালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায়। এই দিনে আমরা হারানো প্রাণগুলিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি সুন্দর বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

The post লক্ষ্মীপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=646 0
লক্ষ্মীপুরে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন https://kalerprottasha.com/?p=638 https://kalerprottasha.com/?p=638#respond Sun, 23 Mar 2025 12:07:26 +0000 https://kalerprottasha.com/?p=638 নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। রবিবার (২৩ মার্চ) বেলা...

The post লক্ষ্মীপুরে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।

রবিবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার মাওলানা হোসাইন আহমেদ, মো. সাইদ, রহমত উল্যাহ, তানজিলুর রহমান, জমির উদ্দিন আশরাফ, শিক্ষক আবদুর রহিম আসাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলা ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে।  শিক্ষক শিক্ষিকা সাধারন কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোন আন্দোলনে নামতে বাধ্য হবো।

The post লক্ষ্মীপুরে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=638 0
লক্ষ্মীপুরে পথশিশু ও শ্রমজীবিদের নিয়ে ইফতার ও দোয়া https://kalerprottasha.com/?p=583 https://kalerprottasha.com/?p=583#respond Sun, 16 Mar 2025 14:06:00 +0000 https://kalerprottasha.com/?p=583 নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংঘের উদ্যোগে ছিন্নমূল পথশিশু ও শ্রমজীবি মানুষদের...

The post লক্ষ্মীপুরে পথশিশু ও শ্রমজীবিদের নিয়ে ইফতার ও দোয়া first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা :
লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংঘের উদ্যোগে ছিন্নমূল পথশিশু ও শ্রমজীবি মানুষদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার করইতলা দক্ষিণ বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ হাওলাদার, সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমিন, উপদেষ্টা সেকান্তর আলম, হারুনুর রশিদ, করিম মেম্বার ও জয়নাল বড় মিয়া।
এসময় বক্তারা বলেন, জনকল্যাণ সংঘ সবসময় দরিদ্র ও ছিন্নমূলদের সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও এই সংগঠন অসহায়-দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনহিতকর কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

The post লক্ষ্মীপুরে পথশিশু ও শ্রমজীবিদের নিয়ে ইফতার ও দোয়া first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=583 0
ক্ষমা চেয়ে আপাতত রক্ষা পেলেন বণিক সমিতির সেই নেতা https://kalerprottasha.com/?p=548 https://kalerprottasha.com/?p=548#respond Sun, 16 Mar 2025 06:59:40 +0000 https://kalerprottasha.com/?p=548 নিজস্ব সংবাদদাতা :  লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে...

The post ক্ষমা চেয়ে আপাতত রক্ষা পেলেন বণিক সমিতির সেই নেতা first appeared on Kalerprottasha.com.

]]>
নিজস্ব সংবাদদাতা :  লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। এর আগে বুধবার (১২ মার্চ) দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা কয়েকজনকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন।

এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে, আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে ভিডিওতে দেখা যায়নি। ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে উনাদেরকে বলেছি আপনারা কেন খাচ্ছেন? আপনারাতো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে রোজা রাখেননি। আমি আসলে যে কাজটি করেছি এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজ আর কখনো করবো না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা আজিজ অভিযান চালান। এ সময় রোজা না রাখা কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনা। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতি নেতা তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তাই তারা আইনগত ব্যবস্থা নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকেও আমরা থানায় এনেছিলাম। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। এছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী লাল চুল-দাড়িওয়ালাকে আমরা খুঁজে পাইনি। শুধু লাল দাড়িওয়ালা না, ভুক্তভোগী অন্য কেউ এসেও যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব।

The post ক্ষমা চেয়ে আপাতত রক্ষা পেলেন বণিক সমিতির সেই নেতা first appeared on Kalerprottasha.com.

]]>
https://kalerprottasha.com/?feed=rss2&p=548 0